১। চলার পথে(রাস্তায়) কোন প্রানি (গরু/ছাগল..) বাঁধা থাকলে তার দড়ি ডিঙ্গিয়ে যাওয়ার ব্যাপারে হাদিসে কোন নিষেধ আছে কি?
২। জামাতের সালাতে কোন রাকাত/একরাকাত না পেলে ইমাম ছালাম ফিরানোর পর সে রাকাত পূর্ন করতে হয়, কিন্তু কেউ যদি মনের ভুলে ইমামের সাথে দুই পাশেই ছালাম ফিরিয়ে ফেলে এবং সাথে সাথে বা কিছু সময় পরে মনে পড়ে যে তার এ রাকাত পূর্ন করা হয়নি, তাহলে কি পুরো সালাত পূনরায় আদায় করতে হবে? না আগের সালাতই হয়ে যাবে?