আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার দাম্পত্য জীবনে আমি ও আমার স্ত্রী দুজনের মাঝে বিভিন্ন মতবিরোধ দেখা যায়।এক পর্যায়ে দুজন দুজনের থেকে অনেক দিন যাবৎ দূরে সরে থাকা হয়। এমতাবস্থায় এক পর্যায়ে দুই পরিবারের ও আমাদের দুজনের সম্মতিতে বা পরিবারের সদস্যদের চাপে পড়ে খোলা তালাকের ফরমে সই করে দুই জন ডিভোর্স দিই। এখানে উল্লেখ থাকে যে আমার দুজন কেউই দুজন দুজনকে মুখে তালাক উচ্চারণ করি নাই। তথাপি যদিও তালাক হয়েও যায় এখন আমার দুজন দুজনের ভুল বুঝতে পেরেছি ।এখন আমার যদি কোন কাজীর মাধ্যমে পুনরায় যে কোন অর্থের মহোরানা ধার্য করিয়া আমরা কি পুনরায় স্বামী স্ত্রীর রুপে বসবাস করিতে পারবো?এটা কি হালাল হবে? শরিয়তে এর বিধান কী?