আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7121

বিবাহ-তালাক

প্রকাশকাল: 7 নভে. 2024

প্রশ্ন

১। আমার স্ত্রী আমার মোবাইলের কোন একটা জিনিস দেখতে চায়…আমি রাজি হই নাই…তখন সে আব্দার করে বলে “দাও না দাও না আমি কি তোমার স্ত্রী না”….তখন আমি রাগের মাথায় বলি “না”। আমার কোন নিয়ত ছিল না এখানে।

২। আমার স্ত্রী রাগান্বিত হয়ে বলে “তুমি আমার কাছে আসবানা” আমি বলি “কখনই আসবনা?” সে বলে” না”…তারপর আমি বলি “ঠিক আছে ,তোমার কথাই ধরলাম।কিন্তু তুমি যদি আমার কাছে আবার আসো তাহলে তোমাকে……(কোন এক্টা শাস্তির কথা বলেছিলাম), তারপর তোমাকে কাছে আনব। এখানেও অনেকটা রাগের মাথায় বলা…কোন রকম নিয়্যত ছিল না। উপোরক্ত দুইটা ঘটনার আলোকে তালাকের বিষয়ে মতামত জানতে চাচ্ছিলাম।

উত্তর

এই দুটি ঘটনার কোনটিতেই তালাক পতিত হবে না। এখানে তালাকের কিছু নেই। তবে ভবিষ্যতে সতর্ক থাকবেন।