আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7116

জাদু-টোনা

প্রকাশকাল: 6 নভে. 2024

প্রশ্ন

আমার শ্বাশুরির প্রচন্ড রাগ, আমি তার ভয়ে রাতে ঘুমাতে পারতাম না, ভয়ে বুক ধড়ফড় করত…  অবস্থা বেশি খারাপ হলে আমি আমার বাবার বাসায় চলে আসি..  আমার হাসবেন্ডকে ছাড়া থাকতে আমার প্রচন্ড কষ্ট হয়…  রাতে ঘুমালে আমার মনে হয় আমি গভীর ঘুমে যাই নি  যা যা স্বপ্ন দেখি সব মনে থাকে,  প্রায়ই ঘুম কম হয়..  এমনটা আমার কেনো হচ্ছে…  আমাকে কি কেউ তাবিজ করেছে বা আমার উপর কি কেউ বদ নজর দিয়েছে??

উত্তর

প্রচন্ড ভয়ের কারণে আপনি মানসিক সমস্যায় ভূগছেন মনে হচ্ছে। আপনিে একজন মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। আল্লাহর কাছে ‍দুআ করুন, সকাল সন্ধ্যার জিকিরগুলো নিয়মিত পাঠ করুন। ঘুমের আগের দুআগুলো নিয়মিত পাঠ করুন। ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে উঠবেন।