আসসালামু আলাইকুম। আপনারা একটা প্রশ্নের উত্তরে বলেছিলেন, ট্যাক্স অফিসে চাকরি করা জায়েজ। আমার একটা চাকরি হয়েছে ট্যাক্স অফিসে। কিন্তু এখন দেখি কিছু কিছু আলেম বলে যে, বর্তমানের ট্যাক্স ব্যবস্থা এক ধরনের জুলুম। তাই এই সব জায়গায় চাকরি করা জায়েজ নয় বরং সেটা হবে জুলুমের সহায়তা করা। এই বিষয়টা নিয়ে আমি কনফিউজড। হাদিসে নাকি এর ব্যাপারে নিষেধাজ্ঞা আছে!
দয়া করে, আমাকে একটু বিস্তারিত উত্তর দিলে অনেক উপকৃত হতাম।