আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7113

আকীদা

প্রকাশকাল: 6 নভে. 2024

প্রশ্ন

আসসালামু আ’লায়কুম,শাইখ। আমার প্রশ্ন ইসলামে তো যাচাই না করে কোনও খবরের ভিত্তিতে কাজ করা জায়েজ নয়,কিন্তু শাইখ আমরা বারবার শুনে আসছি যে বাইয়াতে রিদওানের ভিত্তি হোল উসমান (রা) এর মৃত্যু সংক্রান্ত গুজব। শাইখ,আমি আসল ঘটনা জানতে চাই, নবিজী কি এই বিষয়টি যথাসম্ভব যাচাই করেছিলেন? অথবা এটি কি বিশ্বস্ত সূত্রে পাওয়া খবর ছিল?

আপনাদের কার্যক্রমের জন্য আল্লাহ আপনাদের উত্তম পুরস্কার দান করুন ।আমীন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। প্রশ্ন করা ভালো কিন্তু রাসূলুল্লাহ সা. এর কাজ নিয়ে প্রশ্ন করা ভালো চিন্তার কাজ নয়। একজন মুসলিম কী করে চিন্তা করতে পারে রাসূলুল্লাহ সা. শরীয়াহর বাইর কিছু করেছেন। সাহাবীদের পক্ষে যতটুকু যাচাই করা সম্ভব অবশ্যই তারা তা করেছিলেন। দ্বিতীয়ত তারা তো হামলা করে নি, শুধু শপথ করেছে, ওসমান রা. এর হত্যার প্রতিশোধ নিবেন। হত্যা হলে প্রতিশোধ নিতেন, হয় নি তাই নেন নি। এখানে তো যাচাই ছাড়াে কোন এ্যাকশনের ঘটনাও ঘটে নি। যাই হোক রাসূলুল্লাহ সা. এর কাজ নিয়ে প্রশ্ন মনে আসা ভাল লক্ষন নয়। এটা অনেক সময় মানসিক রোগে রুপান্তরিত হতে পারে। আল্লাহর কাছে তওবা করে কুরআন-সুন্নাহর পথে চলার চেষ্টা করবেন।