আসসালামু আ’লায়কুম,শাইখ। আমার প্রশ্ন ইসলামে তো যাচাই না করে কোনও খবরের ভিত্তিতে কাজ করা জায়েজ নয়,কিন্তু শাইখ আমরা বারবার শুনে আসছি যে বাইয়াতে রিদওানের ভিত্তি হোল উসমান (রা) এর মৃত্যু সংক্রান্ত গুজব। শাইখ,আমি আসল ঘটনা জানতে চাই, নবিজী কি এই বিষয়টি যথাসম্ভব যাচাই করেছিলেন? অথবা এটি কি বিশ্বস্ত সূত্রে পাওয়া খবর ছিল?
আপনাদের কার্যক্রমের জন্য আল্লাহ আপনাদের উত্তম পুরস্কার দান করুন ।আমীন।