আসসালামু আলাইকুম। আমার স্বামী আমার ভরণপোষণের বিষয়ে মনযোগী। কিন্তু তিনি আমার প্রতি কোনো যত্ন, সেবা, মায়া কিংবা ভালবাসা রাখেন না৷ আমি অসুস্থ থাকলেও খোঁজ নেন না। এতে আমি মাঝেমধ্যে অভিযোগ করি, কান্না করি৷ তাতেও তিনি মনক্ষুন্ন হন৷ স্বামী স্ত্রীর সম্পর্কেও তার আগ্রহ নেই। জানতে চাচ্ছি, স্বামী ও স্ত্রীর ফরয দায়িত্ব কি কি? যেহেতু সে আমার ভরণপোষণ করছে তাই আমার অন্যসব অভিযোগ করা কি গুনাহ হচ্ছে?
আমার স্বামী বলে সন্তান নিতে, কিন্তু তার অবস্থা থেকে আমি জানি তিনি গর্ভকালীন বা সন্তান হওয়ার পর স্ত্রীর বা সন্তানের যত্ন করবেন না, সময় দিবেন না। তার অফিস করে এসে এসব করা সম্ভব না। এমতাবস্থায় আমি তার পরিবর্তন না হওয়া পর্যন্ত সন্তান নিতে অনাগ্রহী হলে কি গুনাহগার হবো?
আমি প্রতিনিয়ত ই দুয়া করি স্বামীর জন্য। কিন্তু জানিনা কেন, বাইরে অফিস আর ঘরে ফোন ছাড়া তিনি অন্যকিছুতেই আগ্রহী নন।