আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7106

অর্থনৈতিক

প্রকাশকাল: 28 অক্টো. 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি একজন ব্যবসায়ী। আমি কিছু কিছু পন্যের দাম বেশি ধরে বিক্রি করে থাকি। আবার একটা সরকারি পন্য বিক্রি করি যেটা জায়েজ না আমি জানি। এবং এটা একটা হারাম ইনকাম। যেহেতু এখানে আমার হালাল ইনকাম ও আছে আবার হারাম ইনকাম ও আছে এখন কি আমার সম্পুর্ন ইনকাম টা হারাম হয়ে যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার প্রশ্ন ভালো হলো না। হারাম ইনকামের ভিতর কেন থাকবেন? সম্পূর্ণভাবে হারাম বাদ দিতে হবে, এটাই একজন প্রকৃত মূ’মিনের কাজ। যেটুকু হারাম তার জবাব আল্লাহর কাছে কীভাবে দিবেন? এটুকুই তো জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এভাবে জেনেশুনে হারামে লিপ্ত হওয়াতো মুনাফিকের কাজ, যারা ইসলামকে মন মত মানে তাদের কাজ। জেনেশুনে হারাম ইনকাম করার পর তার কারণে কতটুকু হারাম-হালাল হবে সেটা প্রশ্ন করার দু:সাহসের কাজ। সুতরাং সকল হারাম থেকে বিরত হবেন। আল্লাহকে ভয় করেন, জাহান্নামকে ভয় করেন। দুনিয়ার হীন স্বার্থ ত্যাগ করার মানসিকতা না থাকলে জাহান্নাম থেকে বাঁচা যাবে না।