আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7105

অর্থনৈতিক

প্রকাশকাল: 28 অক্টো. 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম শায়েখ। আমি যদি কোন পন্যের দাম নির্ধারিত থাকার পরও বেশি দামে বিক্রি করি তাহলে কি আমার পুরো টাকাটা হারাম হয়ে যাবে? নাকি অতিরিক্ত যে টাকাটা নিয়েছি সে টাকাটা হারাম হবে? যেমন : কোন একটা পন্যের দাম যদি তার প্যাকেটে থাকে ২০ টাকা কিন্তু যদি সেটা ২৫ টাকা বিক্রি করি তাহলে কি এখানে পুরো ২৫ টাকাই হারাম হয়ে যাবে নাকি অতিরিক্ত যে ৫ টাকা নিয়েছি সেই টাকাটা হারাম হবে? দয়া করে একটু জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, পুরো টাকা হারাম হবে না। অতিরিক্ত টাকা নিতে পারবেন না।