আসসালামু আলাইকুম, আলেমদের নিকট শুনেছি, মোজার উপর মাসাহ করা সকল মাজহাবের ইমামগন আকিদার অন্তর্ভুক্ত করেছেন। আবার কাপড়ের মোজার ব্যাপারে মতভেদ আছে। আমি কি করবো বুঝতে পারছি না।
১) কাপড়ের মোজা খুলে পা ধোওয়া কি আকিদার খেলাফ?
২) কাপড়ের মোজার উপর মাসাহ করা কি জায়েজ?