আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 710

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 9 জানু. 2008

প্রশ্ন

ফজর নামায এর পর নাকি মুনাজাত করতে নাই? আল্লাহর কাছে কিছু চাইতে নাই….কিন্তু আমরা তো জানি দিবার মালিক আল্লাহ যা চাওয়ার তার কাছেই চাইব তাহলে নামায শেষে মুনাজাতে চাওয়া যাবেনা কেন? যদি তাই হয় তাহলে কোখন ও কিভাবে চা্ইব?

উত্তর

আপনি যা লিখেছেন তা ঠিক নয়। আপনি ফজরসহ সব নামাযের পরে এবং যে কোন সময় আল্লাহর কাছে দুআ, মুনাজাত করতে পারেন। ফরজ নামাযের পর দুআ কবুল হওয়ার একটি বিশেষ সময় বলে হাদীসে এসেছে।