আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7096

ঈমান

প্রকাশকাল: 23 অক্টো. 2024

প্রশ্ন

আসসালামুআলাইকুম, আমার বিশ্ববিদ্যালয়ের কতিপয় কিছু শিক্ষার্থী বিশ্ববিদ্যাল্যের খাবার নিয়ে সবসময় ছোটখাটো বিষয় নিয়ে ১৯-২০ বলে, সেই প্রেক্ষিতে আমি বলেছিলাম “জান্নাত থেকে খাবার আনলেও বলবে লবণ কম হইছে” এখন আমার কথাটি কি শরীয়ার দৃষ্টিকোণ থেকে গুনাহের কাজ হয়েছে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, এই কথা তো আপনি মুসলিম হিসেবে ঈমানের জায়গা থেকে বলেন নি। তাদের অতিরিক্ত চাওয়ার জবাবে মুখের কথা হিসেবে বলেছেন। সুতরাং এতে গুনাহ হবে না। তবে এই ধরণের কথাও বলা থেকে বিরত থাকবেন। কারণ এগুলো বিশ্বাসের জায়গা থেকে বললে মুসলিম থকে বের হয়ে যাওয়ার কারণ হতে পারে।