আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7093

আদব আখলাক

প্রকাশকাল: 21 অক্টো. 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম।
আমার আব্বু মেহমান আসলে তেমন বাজার করতে চায় না।বাজার করে কিন্তু খুব ভালো করে করে না।বিশেষ করে সন্ধ্যার নাস্তার জন্য খরচ করতে চায় না। তিন বেলা খাবার দেয় কিন্তু আম্মু চায় ভালো করে বাজার করে খাওয়াতে। এতে আম্মু আব্বুর সাথে রাগারাগি করে, কথা কাটা কাটি হয়, ঝগড়াও হয়।আম্মুর কি এই ধরনের আচরণ ঠিক যদিও মেহমান তিন বেলা মোটামুটি খাওয়া দাওয়া করতে পারে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সামর্থ্য অনুযায়ী মেহমানের যথাযথ আপ্যায়ন করা উচিত। সুতরাং যদি সামর্থ্য  থাকে তাহলে আপনার আব্বুর উচিত সন্ধ্যায় তাদের জন্য নাস্তার ব্যবস্থা করা। আপনার আম্মার জন্য কর্তব্য হলো বিষয়টি বুঝিয়ে বলা। ঝগড়াঝাটি- রাগারাগি করা আপনার আম্মার জন্য একদম ঠিক নয়। এতে অশান্তি সৃষ্টি হবে। ভাল কিছু হবে না।