রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি তার শপথের সাথে ইনশাআল্লাহ যুক্ত করলো, সে চাইলে শপথ থেকে ফিরে যেতে পারে অথবা তা পরিত্যাগও করতে পারে। তাতে সে শপথ ভঙ্গকারী নয়।”
সুনানু ইবনু মাজাহ, হাদীস নং ২১০৫।
এক্ষেত্রে কি শপথ ভঙ্গের কাফফারা দিতে হবে, নাকি দিতে হবে না?