আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7083

নামায

প্রকাশকাল: 15 অক্টো. 2024

প্রশ্ন

আস্সালামু আলাইকুম, সম্মানিত শায়েখ আমরা জানি যে, পর পর তিন জুম্মাহ  সালাত পরিত্যাগ করলে আল্লাহ অন্তরে মহর মেরে দেন। এখন আমার প্রশ্ন হলো শুধুই কি জুম্মাহর সালাত আদায় করলে আল্লাহর মহর মারা থেকে  নাজাত পাবো নাকি পাচঁ ওয়াক্ত  সালাতসহ (আমি বলতে চাচ্ছি পাঁচ ওয়াক্ত সালাত না পড়লে শুধু জুম্মাহর সালাত আদায় করলে মহর মারা থেকে নাজাত পাবো কি?)

 

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এটা ভালো প্রশ্ন নয়। প্রকাশ্য শত্রু শয়তান বিভ্রান্ত করার জন্য এই ধরণের প্রশ্ন হৃদয়ে সৃষ্টি কর। প্রত্যেক ওয়াক্তের সালাত আদায় করা ফরজ। এমনকি জামাতে আদায় করার জন্য আদেশ করা হয়েছে। কোন ওয়াত্তের সালাত বাদ দিয়ে নাজাতের আশা করা বোকামী। জুমুআর সালাতের সওয়াব এবং অন্যান্য গুরুত্ব বেশী, সে জন্য এমন বলা হয়েছে। এর মানে এই নয় যে, কোন ওয়াক্তের সালাত ছেড়ে দেয়ার কোন সুযোগ আছে। সুতরাং জুমুআসহ সকল ফরজ সালাত যথা সময়ে এবং যথানিয়মে আদায় করতে হবে।