আসসালামু ওয়ালাইকুম। আমি প্রাপ্ত বয়স্ক মেয়ে। আমার বয়স ২৪। আমার পরিবারকে একটা ছেলে বিয়ের প্রস্তাব দেয়। ছেলের সাথে কথা বলে আমার মনে হয় দ্বীন পালনের জন্য আমি যেমন টা চাই সব কিছু সেমন ই। আমার পরিবার দ্বীন পালন করে না সম্পুর্ণ ভাবে। বিয়ের এই বিষয় এ আমার মা বাবা রাজি থাকলেও আমার ভাই ঝামেলা করছে। বাবা কে বোঝায়ে বলার পর বাবা রাজি থাকলেও ভাইয়ের কথা শুনে বলছে যে আরও সময় লাগবে।ভাইয়া চাই অনেক বড়লোক ছেলের সাথে বিয়ে দিতে।নিজের চরিত্র হেফাজতের জন্য বিয়ে টা করা এখন জরুরী। আমার আম্মা দায়িত্ব নিয়ে পরিবারের বাকিদের না জানিয়ে কি বিয়েটা দিতে পারবেন? এখন চাচ্ছি যে গোপনে বিয়ে টা করে রাখতে পরে বাসা থেকে সবাইকে নিয়ে আবার কিছু একটা করতে। এভাবে বিয়ে করলে বিয়েটা কি জায়েজ হবে?