আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7081

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 9 অক্টো. 2024

প্রশ্ন

আমি ২৩ বছর বয়সে বিয়ে করে ফেলি কাউকে না জানিয়ে। এখন আমার মা বাবা এটাতে সন্তুষ্ট হয় নাই। এমনকি তারা নানা ভাবে আমাকে আমার বউ কে অপমান করে। এমনকি মেয়ের সামনে মেয়ের বাবা মা কে অপমান ও করে। শুধু মাত্র তারা আমাদের সমান ধনী না দেখে (আম্মু র চোখে)। এছাড়া তারা তাদের বিপদ এ আমাকে যেতে দেয়। এমনকি আমার বউ কে আনতে চায় না।আর সব কথা আমি বেকার।।এই অবস্থায় কি করতে পারি? আলাদা হয়ে যাব?

উত্তর

যদি আলাদা হলে শান্তি আসবে বলে মনে হয়, তাহলে আলাদা হতে সমস্যা নেই। তবে একটু কষ্ট হলেও বাবা-মায়ের সাথে থাকলে, দীর্ঘমেয়াদে এটা সবার জন্য কল্যানকর হয় অনেক সময়।  যদি বেশী বাড়াবাড়ী করে, সম্মানের দিকে একেবারই নযর না দেয় তাহলে আলাদা হতে পারেন।  বাবা মায়ের সাথে কোন বেয়াদবী করবেন না, উচ্চাস্বরে কথাও বলবেন না। তাদের হক আদায় করবেন। বর্তমানে দেশে বহুমুখী কাজ রয়েছে। সুতরাং বেকার হয়ে বসে থাকলে হবে না। কাজ শুরু করতে হবে।