আসসালামু আলাইকুম সম্মানিত শাইখের কাছে আমার প্রশ্ন হলো যে, সুরাহ বাকারাহ এর 40 নং আয়াতে এবং সুরাহ্ আহযাব এর 39 নং আয়াতের বাংলা অনুবাদে লেখা আছে যে, * শুধুমাত্র আল্লাহকেই ভয় করো* এছাড়া আরোও কিছু আয়াতে এই ধরণের কথা লেখা আছে।
কিন্তু অনেক মানুষ তো সাপ কে ভয় পাই, দুশমন কে ভয় পাই, আরও কত কিছুকে ভয় পাই তার হিসাব নাই।
*তাহলে কি আল্লাহ্ ছাড়া অন্য কাউ কে বা অন্য কিছু কে ভয় করলে গুণাহ হবে ?*
আবার হাদীসে বলা আছে *ভয়* পেলে *লা ইলাহা ইল্লাল্লাহ* পড়বে এবং ভয়ের আরও অন্যান্য দুয়া আছে।
তাহলে কি আল্লাহ্ ছাড়া অন্য কাউকে ভয় না করা পরিপূর্ণ ঈমানের পরিচয় ?
যদি কেউ আল্লাহ্ ছাড়া অন্য কাউকে বা অন্য কিছুকে ভয় পাই তাহলে কি সেটা জায়েজ হবে ?