আসসালামু আলাইকুম। আমি একজন মধু ব্যবসায়ী। আমি ১ কেজি মধু ৫০০ টাকা দরে বিক্রি করি খুচরা। এবং যে বৈয়ম এ মধু দিই তার দাম ২০ টাকা। কিন্তু আমাকে কেউ ৫২০ টাকা দিতে চায় না। সবাই ৫০০ টাকা দেয়। এখন বৈয়ম টির ওজন ৪০ গ্রাম। তাই বৈয়ম এর টাকা তোলার জন্য আমি যদি বৈয়ম সহ ৫০০ গ্রাম মধু(৪৬০ গ্রাম মধু+৪০ গ্রাম বৈয়ম) দেই, তখন ৪০ গ্রাম কম মধু দেওয়ায় আমার বৈয়ম এর ২০ টাকা উঠে আসে। কারণ ৪০ গ্রাম মধুর দাম ২০ টাকা। এটি কি জায়েজ হবে? ৪০ গ্রাম মধু কম দিয়ে, ৪০ গ্রাম ওজনের বৈয়ম দিয়ে সেটি সমন্বয় করা কি জায়েজ?