আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7076

অর্থনৈতিক

প্রকাশকাল: 2 অক্টো. 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি একজন মধু ব্যবসায়ী। আমি ১ কেজি মধু ৫০০ টাকা দরে বিক্রি করি খুচরা। এবং যে বৈয়ম এ মধু দিই তার দাম ২০ টাকা। কিন্তু আমাকে কেউ ৫২০ টাকা দিতে চায় না। সবাই ৫০০ টাকা দেয়। এখন বৈয়ম টির ওজন ৪০ গ্রাম। তাই বৈয়ম এর টাকা তোলার জন্য আমি যদি বৈয়ম সহ ৫০০ গ্রাম মধু(৪৬০ গ্রাম মধু+৪০ গ্রাম বৈয়ম) দেই, তখন ৪০ গ্রাম কম মধু দেওয়ায় আমার বৈয়ম এর ২০ টাকা উঠে আসে। কারণ ৪০ গ্রাম মধুর দাম ২০ টাকা। এটি কি জায়েজ হবে? ৪০ গ্রাম মধু কম দিয়ে, ৪০ গ্রাম ওজনের বৈয়ম দিয়ে সেটি সমন্বয় করা কি জায়েজ?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, মধুর দামে কৌটা বিক্রি করা জায়েজ হবে না। যদি মধু কম দেন তাহলে সেটা ক্রেতাকে স্পষ্ট করবেন যে, ৪৮০ গ্রাম মধু আছে, কৌটাসহ দাম ৫০০ টাকা। যা করবেন সেটা যেন ক্রেতার কাছে স্পষ্ট থাকে।