আসসালামু আলাইকুম শায়েখ। আমি একজন ছাত্র। আমি যখন এস এস সি মানে ক্লাস ১০ এর পরিক্ষাটা দেই তখন আমি পরিক্ষায় নকল দিয়ে পাস করেছিলাম। কিন্তু আমি তখন বুঝতাম না। পরে আমি তওবা করেছি। ইন্টারে আমাদের করোনার কারনে অটোপাশ দেয়া হয়। আমি এখন একটা পাব্লিক বিশ্ববিদ্যালয়ে পড়া শোনা করছি। আমার প্রশ্ন হচ্ছে আমি যখন পাব্লিক বিশ্ববিদ্যালয়ের পরিক্ষা দেই তখন নম্বর বন্টন টা ছিলো এরকম যে ১২০ মার্ক এর পরিক্ষার মধ্যে ১০০ নাম্বার এর জন্য পরিক্ষা দিতে হত আর বাকি ২০ নাম্বার নেয়া হত এস এস সি এবং এইচ এস সি পরিক্ষার প্রাপ্ত ফলাফল থেকে। শায়েখ আমি পরিক্ষা দিয়ে একটা পাব্লিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। আমার প্রশ্ন হচ্ছে যেহেতু আমার ২০ মার্ক নেয়া হয়েছে এস এস সি এবং এইচ এস সে পরিক্ষায় প্রাপ্ত নম্বর থেকে এবং আমি ওই সময় এস এস সি পরিক্ষায় নকল দিয়েছিলাম। আবার বিশ্ববিদ্যালয়ের ২০ মার্ক ও নেয়ে হয়েছে ওই রেজাল্ট থেকে। এখন আমি যেখানে চান্স পেয়ে পড়া লেখা করেতেছি সেটা কি আমার জন্য জায়েজ?