আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7069

আকীদা

প্রকাশকাল: 30 সেপ্টে. 2024

প্রশ্ন

শরীয়ত, মারেফত, তরীকত, হাকিকত এগুলো সম্পর্কে জানতে চাই? এগুলো কি সব মানা জরুরি? জরুরি হলে কিভাবে মানব? পীরের মুরিদ রা বলে শরিয়তের হুজুর হওয়া সহজ কিন্তু মারেফতের ফকির হওয়া কঠিন একথায় কি বুঝায়? এগুলোর সাথে আমাদের সম্পর্ক কি?

উত্তর

ইসলাম সম্পর্কে জানাশোনা নেই এমন কিছু মানুষ, সমাজে সাধারণত যারা নাড়া ফকির নামে পরিচিত, তারা এসব আজগুবি কথা বলে মানুষকে ইসলাম থেকে দূরে রাখে। আমাদের উপর কুরআন সুন্নাহর আদেশ পালন করা আবশ্যক। এটাকে শরীয়াহ বলে। বাকীগুলোর সাথে সাধারণ মুসলিমের কোন সম্পর্ক নেই। সেগুলো জানার বা জানতে চাওয়ারও কোন দরকার নেই। কুরআনে কী আছে, হাদীসে কী আছে, আমরা শুধু এতটুকুতেই শান্ত থাকবো। আল্লাহ আমাদের তাওফীক দান করুন।