আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7068

অর্থনৈতিক

প্রকাশকাল: 30 সেপ্টে. 2024

প্রশ্ন

আমি একটা বেসরকারি প্রতিষ্ঠান এ চাকরি করি। এখানে পিএফ ফান্ড আছে। এগুলো একটা ব্যাংকে রাখা হয়।কিন্তু ব্যাংক প্রতি বছর এই একাউন্টের উপর সুদ দিয়ে থাকে সামান্য কিছু। এমতাবস্থায় আমার কি করা উচিত?

উত্তর

যদি বাধ্যতামূলক না হয় তাহলে আপনি পি এফ ফান্ডে টাকা রাখবেন না, অতিরিক্ত টাকা সুদ, হারাম হিসেবে গণ্য হবে। যদি বাধ্যতামূলক হয় অর্থাৎ সরকারী চাকুরীজীবিদের পি এফ ফান্ডের মত বাধ্যতামূলক হয় তাহলে উক্ত ফান্ডের অতিরিক্ত টাকা আপনার জন্য হালাল হবে।