আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7067

জায়েয

প্রকাশকাল: 29 সেপ্টে. 2024

প্রশ্ন

আমার এক চাচা তার মেয়ে হিন্দু ছেলের সাথে প্রেম করার কারনে কাকী (কাকীর দোষ কাকার ভাষ্যমতে মেয়ের প্রেমের কথা জানা সত্তেও কাকাকে বলেনি) এবং মেয়ে দুজনকেই বাড়ি থেকে বের করে দিয়েছে। শুনেছি কাকীকে ডিভোর্স এবং মেয়েকে তাজ্য করেছে? কাকার এহেন কার্যক্রম ইসলাম কি সমথর্ন করে?

উত্তর

তিনি মেয়েকে এই জঘন্য কাজ থেকে ফিরে আসেত বলবেন। কঠোরভাবে চাপ দিবেন।  যদি কোন ভাবেই ফিরে না আসে, ঐ ছেলের সাথে থাকার  সিদ্ধান্ত নেয় ( ইসলামী আইন অনুযায়ী হিন্দু ছেলের সাথে মুসলিম মেয়ের বিবাহ জায়েজ নয়),  তাহলে সে তাকে ত্যাজ্য করতে পারে, অর্থাৎ পিতার কোন সম্পদ সেই মেয়ে পাবে না। এবং এটাই করতে হবে। আর মেয়ের মা যদি সত্যিই এই কাজে সহযোগিতা করে তাহলে আপনার চাচা সঠিক কাজটিই করেছে।