আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7066

অর্থনৈতিক

প্রকাশকাল: 29 সেপ্টে. 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। শাইখ নিজের অজান্তে কোনো অদৃশ্য নাপাক দিনের পর দিন ব্যবহার করে গেলে গুনাহ হবে কি? নিজের অজান্তে কোনো অদৃশ্য নাপাক নিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নাপাকসহ নামায আদায় করলে সে নামায সহীহ হবে না। পূনরায় ঐ নামায আায় করতে হবে। তবে নাপাক কোন কাপড় ব্যবহার করলে গুনাহ হবে না। নামাযের সময় অবশ্যই পবিত্র কাপড় পরতে হবে।