আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7064

অর্থনৈতিক

প্রকাশকাল: 29 সেপ্টে. 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম, সর্বনিম্ন কতো দিনের জন্য ইতেকাফ করা উচিৎ। অনেকে বলেন মসজিদে প্রবেশের সময় “আল্লাহুম্মাফতাহলি আবওয়াবা রাহমাতিক, বিসমিল্লাহে দাখিলতু ওয়া নাওয়াইতু সুন্নাতুল ইতেকাফ” এই নিয়ত করতে হবে। তাহলে মসজিদে কথাবার্তা বলা, পানাহার করা, ঘুমানো ইত্যাদি জায়েজ হবে। মসজিদে আধা ঘণ্টা ইতেকাফ করার বিধান কি আছে? মসজিদের ভিতর খৈনি (তামাক) তৈরী করে খাওয়া কি উচিৎ?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, মসজিদে প্রবেশ করার সময় ই‘তিকফের কোন নিয়ত করে প্রবেশ করার প্রয়োজন নেই। যদি ই‘তিকাফ করতে না চাই তাহলে কোন নিয়ত করবে না। নামায পড়তে যাওয়ার সময়টুকু মসজিদে থাকাকে ই‘তিকাফ বলে না। যদি কেউ মসজিদে ই‘তিকাফ করতে চায় তাহলে নিয়ত করে সেখানে থাকবে, অযথা কথাবার্তা পরিত্যাগ করবে, ইবাদতে মশগুল থাকবে। মসজিদে স্বাভাবিক কথা বার্তা, পানাহার করা, ঘুমানো এমনিতেই জায়েজ, ই‘তিকাফের নিয়তের প্রয়োজন নেই। বরং ই‘তিকাফের উদ্দেশ্যে মসজিদে থাকলে কথাবার্তা কমিয়ে দিতে হয়। ই‘তিকাফের সর্বনিম্ন সময় নেই। আধা ঘন্টার জন্যও হতে পারে।