আস-সালামু আলাইকুম, সর্বনিম্ন কতো দিনের জন্য ইতেকাফ করা উচিৎ। অনেকে বলেন মসজিদে প্রবেশের সময় “আল্লাহুম্মাফতাহলি আবওয়াবা রাহমাতিক, বিসমিল্লাহে দাখিলতু ওয়া নাওয়াইতু সুন্নাতুল ইতেকাফ” এই নিয়ত করতে হবে। তাহলে মসজিদে কথাবার্তা বলা, পানাহার করা, ঘুমানো ইত্যাদি জায়েজ হবে। মসজিদে আধা ঘণ্টা ইতেকাফ করার বিধান কি আছে? মসজিদের ভিতর খৈনি (তামাক) তৈরী করে খাওয়া কি উচিৎ?