আস-সালামু আলাইকুম। যারা প্রবাসে সুপার মলে কাজ করেন বা বিভিন্ন দোকানে। দেখা গেছে ঐসব দোকানে বিভিন্ন হারাম জিনিস আছে উদাহরণ সরূপ : সিগারেট, বা বিভিন্ন ইহুদি পন্য…
যা প্রবাসীরা বিক্রি করতেছেন। তাহলে কি তাদের এই উপার্জনটা হালাল হবে ।
যেমন সাউথ আফ্রিকায় যারা দোকানে কাজ করে থাকেন তাদের মালিকের দোকানে অনেক ইসলামে নিষিদ্ধ পন্য থাকতে পারে যা হারাম জানা স্বত্তেও কর্মচারী বলে বিক্রি করতে হচ্ছে। প্লিজ একটু জানাবেন এই উপার্জন টা কি হালাল হবে যেহেতু একজন প্রবাসী নিজের দোকান অন্যের দোকানের কর্মচারী ইচ্ছে থাকা স্বত্তেও বয়কট করা যাচ্ছে না। সে ক্ষেত্রে একজন প্রবাসীর করনীয় কি??