As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7058

যিকির দুআ আমল

প্রকাশকাল: 22 সেপ্টে. 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম প্রিয় শায়েখ। আমার বয়স ২৪ বছর। কিছুদিন ধরে চোখের দৃষ্টিতে সমস্যা হচ্ছে। চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধির জন্য শরীয়াসম্মত কোনো দুয়া ও সুন্নাত আমল আছে কিনা দয়া করে বললে উপকৃত হব। জাযাকুমুল্লাহ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন। আর রোগ মুক্তির জন্য যে সব দুআ হাদীসে আছে সেগুলো পড়বেন। “রাহে বেলায়াত“ বইটি সংগ্রহ করতে পারেন। সেখানে অনেক দুআ পাবেন।