আস-সালামু আলাইকুম। যারা হারাম খায় তাদের দোয়া কবুল হয়না। তো, তারা যদি সকাল-সন্ধ্যার জিকিরে দোয়া করে, নামাজে বিভিন্ন হাদিসে থাকা দোয়া করে তাদের কি সেসকল দোয়া কবুল হবে?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। না, হারাম উপার্জনের কোন মানুষের কোন দুআ কবুল হবে না। সে জান্নাত থেকেও বঞ্চিত হবে।