আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7051

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 19 সেপ্টে. 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমাদের পরিবারে আমরা ২ ভাই বোন , আমার বোন ২০১৮ সালে একজনের সাথে আমাদের পরিবারের অমতে বিয়ে করে। এর পর আমার আব্বা ২০১৮ এর শেষ দিকে স্ট্রোক করেন । আমার বাবা-মা এবং আমি নিজে অনেক বার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু আমার বোন আমাদের কে বিভিন্নভাবে অপমান করে এবং আমাদের সাথে কোনো সম্পর্ক রাখতে চাচ্ছে না বলে । আমার বাবা এর এই দীর্ঘ ৬ বছর প্যারালাইজড অবস্থা হাওয়া অবস্থাতেও সে কোনো খোঁজ নেই না এবং আমার বাবা তাকে বিভিন্ন ভাবে যোগাযোগ করলে তাকে অপমান করে । এই পরিস্থিতিতে আমার বাবা তার সমস্ত সম্পত্তি আমাকে লিখে দিতে চাচ্ছেন এবং আমি তাদের কে বোঝানোর অনেক চেষ্টা করেছি কিন্তু তিনি বলেছেন যে তাদের বিষয় সম্পত্তি আমি যদি না নেই এখন তিনি আমার কাছেও থাকবেন না। এখন আমার বাবা বিছানায় গত ৬ বছর ধরে অনেক অপেক্ষা করেছেন এই অবস্থায় আমার করণীয় কি? বিষয় টা নিয়ে অনুগ্রপূর্বক জানালে খুব উপকৃত হতাম। আমার বাবা এই সপ্তাহের মধ্যে তার সমস্ত জমি আমাকে দলিল করে দিতে চাচ্ছেন।

উত্তর

ওয়া আলাইকুুমুস সালাম। এমন অবাধ্য মেয়ে সমাজে খুব একটা দেখা যায় না। সে যেহেতু কোন সম্পর্ক রাখতে চাচ্ছে না, যোগাযোগ করলে বিরক্ত হচ্ছে, একাকী বিয়ে করেছে এই অবস্থায়  তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করলে আশা করি আপনার পিতার কোন গুনাহ হবে না। তবে উত্তম হলো তাকে একেবারে বঞ্চিত না করা। এই মুহুর্তে সব কিছু আপনার নামে লিখে দিলেও পরবর্তীতে আপনি চাইলে তাকে কিছু দিতে পারবেন। এটা করার আগে আপনাদের উচিত হবে আপনার বোনকে পিতা-মাতার হক সম্পর্কে তার কাছে গ্রহনযোগ্য কোন মানুষের মাধ্যমে বুঝানো।  তাকে ফিরে আসার শেষ সুযোগ সৃষ্টি করবেন। যদি তবুও না আসে তাহলে চুড়ান্ত সিদ্ধান্ত নিবেন।