আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7050

জায়েয

প্রকাশকাল: 14 সেপ্টে. 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। অনেক সময় খবর পাওয়া যায় যে কোনো এক যায়গায় কোনো ব্যাক্তি ইসলামের বা আল্লাহ অথবা তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে বাজে মন্তব্য করেছে। ওই মন্তব্যের কারণে কেউ  সে ব্যাক্তিকে হত্যা করে অথবা মারধর করেছে৷ এই মারধর বা হত্যা করার বিষয়টি শরিয়তের আলোকে জানতে চাই।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না এভাবে নিজে আইন হাতে তুলে নেয়া ইসলাম সমর্থন করে না। অপরাধের বিচারের জন্য আদালতের দ্বারস্থ হতে হবে। এভাবে নিজেরা বিচার করলে দেশে অরাজকতা তৈরী হবে, যা মোটেও কাম্য নয়।