আস-সালামু আলাইকুম।
কোনো একটা এলাকায় একটা মাজার আছে। সেখানে শিরকের ছড়াছড়ি। হাদিসে তো স্পষ্ট এসেছে উঁচু কবর ভেঙে দিতে। এখন যদি কেউ হাদিস মতো ওই মাজার টা ভাঙতে যায় যাতে শিরক না হয় কিন্তু যদি অনুমান করা যায় যে মাজার টা ভাঙলে আরো বড় ফিতনা তৈরি হতে পারে তাহলে কি মাজার টা ভাঙা ঠিক হবে?