আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7044

অর্থনৈতিক

প্রকাশকাল: 12 সেপ্টে. 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমি একজন মেয়েকে বিয়ে করবো, তার আগে একটা বিয়ে হইছিলো, এখন আমার প্রশ্ন বিয়েতে কাগজে লিখা হয় মেয়ে কুমারী না ডিভোর্সী, এখানে আমি ডিভোর্সী না লিখে কুমারী লিখলে কি কোনো সমস্যা হবে? ইসলাম কি বলে এই বেপারে দয়াকরে আমাকে জানাবেন।  আমি এবং আমার পরিবার জানে শুধু মেয়ে ডিভোর্সী কিন্তু আমার আত্নীয় রা জানে না,তারা জানলে আমাকে বাজে মন্তব্য করবে এই জন্য আমি আত্নীয় দের জানাতে চাচ্ছি না,কারন সবার সামনে বিয়ে পডাতে গেলে আত্মীয় রা দেখে যাবে যে আমি ডিভোর্সী মেয়ে বিয়ে করছি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কুমারী বা ডিভোর্সী যা কিছুই লিখুন এতে  বিবাহ শুদ্ধ হবে। তবে মিথ্যা লেখার গুনা হবে। কাবিন মানুষের সামনে লেখার প্রয়োজন নেই, কাউকে দেখানোরও প্রয়োজন নেই। সুতরাং কাজী সাহবে শুধু আপনাদের পরিবারের কয়েকজনকে নিয়ে কাবিন লিখবেন। তাহলে কোন ধরণের মিথ্যা কথা লেখার প্রয়োজন হবে না। এভাবে কৌশলে কাজ করলে মিথ্যা লেখার কোন প্রয়োজন হবে না। কোন অজুহাতেই মিথ্যা গ্রহনযোগ্য নয়।