আস-সালামু আলাইকুম, আমি একজন মেয়েকে বিয়ে করবো, তার আগে একটা বিয়ে হইছিলো, এখন আমার প্রশ্ন বিয়েতে কাগজে লিখা হয় মেয়ে কুমারী না ডিভোর্সী, এখানে আমি ডিভোর্সী না লিখে কুমারী লিখলে কি কোনো সমস্যা হবে? ইসলাম কি বলে এই বেপারে দয়াকরে আমাকে জানাবেন। আমি এবং আমার পরিবার জানে শুধু মেয়ে ডিভোর্সী কিন্তু আমার আত্নীয় রা জানে না,তারা জানলে আমাকে বাজে মন্তব্য করবে এই জন্য আমি আত্নীয় দের জানাতে চাচ্ছি না,কারন সবার সামনে বিয়ে পডাতে গেলে আত্মীয় রা দেখে যাবে যে আমি ডিভোর্সী মেয়ে বিয়ে করছি।