ওয়া আলাইকুমুস সালাম। পিতা-মাতা ধর্মীয় জ্ঞানশূণ্য থাকার কারণে এই সমস্যা এখন অনেক পরিবারে। কোন মেয়ের জন্য উপার্জন করা ইসলাম ধর্মে আবশ্যক তো নয়ই, স্বামী যদি অনুমতি না দেন তাহলে কোন চাকুরিও করা যাবে না। আপনি আপনার কথা যথাসাধ্য আপনার পিতা-মাতাকে বুঝানোর চেষ্টা করবেন। আপনাদের স্থানীয় কোন আলেমকে দিয়ে তাদেরকে বুঝানোর চেষ্টা করুন। যদি বাধ্য হয়ে চাকুরীর পরীক্ষা দিতেই হয় তাহলে এমন কৌশল অবলম্বন করুন যেন, চাকুরী করার প্রয়োজনীয় যোগ্যতা তারা আপনার মাঝে খুঁজে না পান।সকল সমস্যায় সর্বদা আল্লাহ তায়ালার কাছে দুআ করবেন।