আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7038

হালাল

প্রকাশকাল: 1 সেপ্টে. 2024

প্রশ্ন

আস-সালামু অলাইকুম শায়েখ, আমার স্বামী মারা যাওয়ার পর তার অফিস থেকে কিছু টাকা পাই, ঐ টাকা গুলো ইসলামী ব্যাংকে রেখে তার যে একটা প্রফিট আসে সেটা আমার জন্য হালাল হবে কিনা? উল্লেখ্য আমার ১৪ মাস বয়সী একটা বাচ্চা আছে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ইসলামী ব্যাংকগুলো শরীয়াহ অনুযায়ী আপনার টাকা বিনিয়োগ করলে তার লাভ আপনি নিতে পারবেন, সমস্যা নেই। ব্যাংক কর্মকর্তাদের থেকে বিষয়টি জেন নিবেন যে, তারা শরীয়াহ মোতাবেক বিনিয়োগ করছে কি না।