আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7031

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 15 আগস্ট 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ

আমি আমার বাবা-মায়ের একমাত্র কন্যা সন্তান। আমার কোন ভাই-বোন নেই। আমার বয়স চল্লিশ। এই বছর আমার বিয়ে হয়| আমার বর প্রবাসী। ছেলে পরের বার দেশে এলে আমাকে বরপক্ষের কাছে উঠিয়ে নেয়া হবে। কিন্তু আমি ভীষণভাবে অনুভব করছি আমার অসুস্থ ও বৃদ্ধ বাবা-মা দিন দিন শারীরিক ও মানসিক  ভাবে অসহায় হয়ে পড়ছেন। প্রচন্ডভাবে আত্মগ্লানিতে ও দুশ্চিন্তায় ভুগছি তাঁদের কিভাবে ফেলে আসা যায় তা ভেবে। আলহামদুলিল্লাহ আল্লাহ তা‘লা তাঁদের বাকি জীবন কারো উপর আর্থিক ভাবে নির্ভরশীল না হয়ে চলার তাওফিক দিয়েছেন। কিন্তু তাঁদের ফেলে আসার কথা আমি এই পর্যায়ে ভাবতেই পারছিনা।

এমন অবস্থায় আমি যদি তাঁদের সাথে এভাবেই রয়ে যাই যতদিন আল্লাহর রহমতে কোন সুরাহা হয় আমি কি ইসলামি শরিয়ার আলোকে আল্লাহর চোখে গুনাগার হবো আমার বরের সাথে ততোদিন সংসার না করার জন্য? অনুগ্রহ করে বর যদি রাজি না হয় অথবা হয় দুটি অবস্থাতেই আলাদা উত্তর দেবেন (রেফারেন্সসহ) please.

উত্তরটি কবে কোথায় জানতে পারবো জানাবেন দয়া করে | জাযাক আল্লাহু খাইরান

 

 

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এখানে আইনের কথা বললে হবে না। আইন অনুযায়ী তো আপনি স্বামীর কাছে যেতে বাধ্য। এখানে মানবিক দিকটা প্রাধান্য দিতে হবে। আপনার সমস্যাটি নিয়ে আপনার স্বামীর সাথে কথা বলুন। কীভাবে আপনার পিতা-মাতার সেবা-যত্ন নেয়া যায় তার একটা উপায় বের করুন। প্রয়োজনে বাসায় একজন কাজের মহিলা রাখতে পারেন। এমন হতে পারে আপনাদের বাসার পাশে আপনার স্বামী বাসা ভাড়া নিবে যাতে করে আপনি দিনের অনেকটা সময় বাবা-মায়ের পাশে থাকতে পারেন। স্বামীর হক এবং বাবা-মায়ের হক উভয়টি যেন পালন হয় সেভাবে একটা উপায় বের করুন।