আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 703

অর্থনৈতিক

প্রকাশকাল: 2 জানু. 2008

প্রশ্ন

আমার ভাল একটা চাকুরী দরকার, বর্তমান জাকুরীর বেতনে পরিবার চালাতে কষ্ট হইতাছে, বর্তমান চাকুরিটি বেশী ভাল না, চুক্তিভিত্তিক কাজ, এ অবস্থায় আমি ভালও চাকুরী পাওয়ার জন্য কি আমল করতে পারি?

উত্তর

আমরা দুআ করি আল্লাহ যেন আপনাকে এই সমস্যা থেকে নাজাত দেন। আপান রাহে বেলায়েত গ্রন্থের ১৯, ২০, ২১, ২২, ২৪, ২৫, ১৫৭, ১৮৮, ১৯২ নং দুআগুলো সুন্নাত সালাতের সাজদাতে এবং অন্যান্য সময় বেশী বেশী পাঠ করুন। এছাড়া এই দুআটিও সুন্নাত সালাতের সাজদাতে এবং অন্যান্য সময় বারবার পড়বেন, رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ এবং এই দুআটি দুই সাজদার মাঝে বেশী বেশী পাঠ করুন: اللَّهُمَّ اغْفِرْ لِى وَارْحَمْنِى وَاهْدِنِى وَارْزُقْنِى. সহীহ মুসলিম, হাদীস নং ৭০২৩।