আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7028

জায়েয

প্রকাশকাল: 13 আগস্ট 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আন্তর্জাতিক অথবা দেশীয়  সংবাদমাধ্যম চ্যানেলগুলোতে কি সাংবাদিকতা জায়েজ? কেননা খবর পড়ার শুরুতে(Intro-তে) মিউজিক ব্যবহার করা হয়ে থাকে!  সাংবাদিকতা বা স্ক্রিনে খবর পড়ার চাকরী কি একজন মুসলিম করতে পারবে? ইসলাম কী বলে? যদি জায়েজ হয় তাহলে কোন নিয়মগুলো মেনে চলা প্রয়োজন?

 

ধন্যবাদ।

উত্তর

ওয়া আলাইকুমুসু সালাম। খবর পড়া জায়েজ। খবর পাঠক যদি কোন হারাম কাজে না জড়ান তাহলে খবর পড়তে কোন সমস্যা নেই। মিউজিক এবং এ জাতীয় হারাম কাজের জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে।