আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7019

হালাল হারাম

প্রকাশকাল: 12 আগস্ট 2024

প্রশ্ন

আমি পড়াশোনার জন্য বাইরে মেসে থাকি। বাইরে হোটেলে খেতে হয়। এখানে অধিকাংশ ই হিন্দু হোটেল, এমনকি আমার আশেপাশে কোনো মুসলিম হোটেল নেই। আর হোটেলে মাংস হালাল নই। আমি যদিও মাংস খাইনা কিন্তু তারা হইতো রান্নার সময় বা পরিবেশনের সময় এক ই হাতা খুন্তি ব্যাবহার করে। মাংসের ঝোল মিশে যাওয়ার সম্ভবনা থাকে। আমি দেখতে পেলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি কিন্তু সবসময় সম্ভব হয়না। আমি শুনেছি হারাম খেলে নাকি নামাজ কবুল হয় না। আমার কি তবে গুনাহ হয়েছে আর এক্ষেত্রে কি করনিয় একটু বলবেন।

উত্তর

পড়াশোনার জন্য হোক বা কাজের জন্য হোক এমন জায়াগায় যাওয়া উচিত যেখানে ইসলাম সঠিকভাবে অনুস্বরণ করা যায়। হালাল-হারাম মেনে চলা যায়। এখন যেখানে আছেন সেখানে হারাম থেকে দূরে থাকার সর্বাত্মক চেষ্টা করবেন।হারাম মাংসের ঝোলও যেন হালাল খাবারের সাথে মিশে না যায়, সেই চেষ্টা করবেন। সর্বোচ্চ সতর্ক থাকার পরও যদি এতটুকু হয় তাহলে আশা করি হারাম হবে না।