আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 701

নামায

প্রকাশকাল: 31 ডিসে. 2007

প্রশ্ন

মুহতারামঃ আসসালামু আলাইকুম। আমার প্রশ্নঃ ১. জামাতের সালাতে কোন কারনে কাতার থেকে কেও চলে গেলে ফাকা জায়গা কিভাবে পুরন করতে হবে? ডানে বা বায়ের মুক্তাদি ডানে বা বায়ে সরে আসবে না কি ফাকাই থাকবে, ন্নাহর আলোকে জানতে চাই। ২. ইদানিং facebook এ একটি পাথরের মুরতি দেখা যায় যেখানে লিখা আছে তা লুত (আ) এর স্ত্রী, যে কিনা পাথর হয়ে গিয়েছিল, ঘটনাতা কি সাত্যি? যাযাকাল্লাহু খাইর।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। রাসূলুল্লাহ সা. বলেছেন, فإذا قمتم إلى الصلاة فاعدلوا صفوفكم وسدوا الفرج অর্থ: যখন তোমরা সালাতে দাঁড়াবে তখন কাতার সোজা করবে এবং ফাঁক জায়গা পূর্ণ করো। এই হাদীসের ভিত্তিতে ফকীহগণ বলেছেন, যখন কাতারে থেকে কোন লোক বের হয়ে যাবে তখন অন্যরা তা পূর্ণ করবে। ফাঁকা রাখবে না। ২। এই সব বাজে কথা।