আস-সালামু আলাইকুম, আমি জোহরের চার রাকাত সুন্নতের নিয়ত করে নামাজে দাড়িয়ে দুই রাকাত নামাজ পড়ার সময় দেখি ইকামত হয়ে গেছে এবং আমি চার রাকাত শেষ না করে দুই রাকাতের পর সালাম ফিরিয়ে জামাতে শরীক হয়, আমার ফরজ নামাজের পর কি আবার চার রাকাত সুন্নাত পুনরায় পরতে হবে নাকি দুই রাকাত পরব?