আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6996

নামায

প্রকাশকাল: 2 জুলাই 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমি জোহরের চার রাকাত সুন্নতের নিয়ত করে নামাজে দাড়িয়ে দুই রাকাত নামাজ পড়ার সময় দেখি ইকামত হয়ে গেছে এবং আমি চার রাকাত শেষ না করে দুই রাকাতের পর সালাম ফিরিয়ে জামাতে শরীক হয়,  আমার ফরজ নামাজের পর কি আবার চার রাকাত সুন্নাত পুনরায় পরতে হবে নাকি দুই রাকাত পরব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।জোহরের সুন্নাত দুই রাকআত  পড়ার কথাও হাদীসে আছে। সময় কম থাকলে দুই রাকআত পড়বেন। পরবর্তীতে আগের সুন্নাত আর পড়া লাগবে না। তবে আপনি যত ইচ্ছা সুন্নাত পড়তে পারেন।