আস-সালামু-আলাইকুম,
আমি আমার বাবার বিরুদ্ধে অভিযোগ করছিনা, কারণ সে আমার জন্মদাতা বাবা। কিছু শরয়ী পরামর্শ চাইছি। আমার বাবার বয়স ৬০ বছর, ছোটো বেলা থেকেই দেখেছি, মায়ের উপর শারিরীক- মানষিক নির্যাতন করতো, এখন আমরা বড় হয়েছি, আমার আলাদা সংসার হয়েছে। বিভিন্ন ছুটিতে বাড়িতে গেলে দেখি, বাবা এখনো মায়ের সাথে খারাপ আচরণ করে, এমনকি আমাদের সাথেও, আমার বাচ্চা, স্ত্রী, আমার দাদীর সাথেও। সামান্য তুচ্ছ বিষয় নিয়েও সে চোটপাট শুরু করে দেই, বকা ঝকা করে। আমার স্ত্রীও এমন বিষয় দেখে দেখে আর আমার গ্রামের বাড়িতে যেতে চাইনা, বাবার এমন আচরনে সে (স্ত্রী) আমার সাথে ঝামেলা করে। বাবার এমন আচরণে আমার করণীয় কি? কিভাবে ভারসাম্য রক্ষা করবো– স্ত্রীর সাথে এবং বাবার সাথে?