আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6990

গুনাহ

প্রকাশকাল: 1 জুলাই 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, আমার একটি ব্যক্তিগত সমস্যা হলো, নজরের খেয়ানত থেকে কোনো ক্রমেই বাঁচতে পারছিনা। বারবার তাওবা করার পরও আবার একই অবস্থা।

(যখন বদ দ্বীনের উপর ছিলাম তখনও আমার ধারা এরকম গোনাহ হয়নি, আমার এই একটি গোনাহে সমস্ত আমলের নূর শেষ হয়ে গেছে দোয়ায় খুবই কান্নাকাটি করি, কিছুতেই কিছু হচ্ছে না।বিবাহিত, প্রবাসে থাকি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। গুনাহের পরিবেশ বর্জন করা গুনাহ বর্জন করার জন্য একান্ত প্রয়োজন, তাই গুনাহের পরিবেশ সম্পূর্ণভাবে ত্যগ করবেন। বাটন ফোন ব্যবহার করবেন। প্রয়োজনের সময় কেবল অন্য ফোন ব্যবহার করবেন। ৫ওয়াক্ত সালাত মসজিদে আদায় করবেন। দ্বীনদার মানুষের সাথে উঠাবসা চলাফেরা করবেন। দেশে যদি জীবন চলার মত প্রয়োজনীয় উপার্জনের ব্যবস্থা থাকে তাহলে দেশে এসে স্ত্রী-পরিবারের সাথে বসবাস করা শুরুর করুন, কারণ পরকাল শেষ করে দুনিয়ার কোন দরকার নেই। গুনাহ ছাড়ার দৃঢ় প্রতিজ্ঞা করুন। আর বেশী বেশী দুআ করুন, ইনশাআল্লাহ আপনার সমস্যা দূর হয়ে যাবে।