আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6972

ঈদ কুরবানী

প্রকাশকাল: 3 জুন 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমাদের এলাকায় কুরবানির পশুর চামড়া স্থানীয় এক মাদ্রাসার ছাত্ররা এসে নিয়ে যায়। সম্ভবত তারা সে চামড়া বিক্রি করে টাকাটা গরিব ফান্ডে রেখে দেয়। আমি শুনেছি কুরবানির পশুর চামড়া বিক্রি করা যায়না। তাহলে কি ছাত্রদেরকে চামড়া দিয়ে দেয়া ভালো হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বিক্রি করা যায় না, এর অর্থ হলো বিক্রি করে টাকা কুরবানীদাতা গ্রহণ করতে পারবে না, দান করে দিতে হবে। বিক্রি না করে সরাসরি চামড়া দান করাও যেতে পারে। মাদ্রাসাগুলো কুরবানীর চামড়া সংগ্রহ করে সেগুলো গরীব ছাত্রদের জন্য ব্যয় করে থাকে। সুতরাং মাদ্রাসায় চামড়া দিতে কোন সমস্যা নেই।