আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6971

ঈদ কুরবানী

প্রকাশকাল: 3 জুন 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমি শুনেছি কুরবানির পশুর মাংশ দিয়ে কোনো পারিশ্রমিক দেয়া নিষেধ। আমাদের এদিকে কুরবানি হলে কিছু লোক দা-বটি নিয়ে ওই কুরবানির গোস্ত কেটে দেয়। অনেক সময় বললেও আসে না বললেও নিজে থেকে এসে কেটে দেয়। মাংশ কাটা শেষ হলে কুরবানির মাংস থেকে তাদেরকে কিছু মাংশ দিয়ে দেয়া হয়। এরকম করাটা কি জায়েজ হলো?
জাজাকাল্লাহ খাইরান

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। গ্রামে এমন যে প্রচলন আছে এটাকে ঠিক পারিশ্রমিক হিসেবে বলা যায় না। সেখানে স্থানীয় স্বজনরা কুরবানীর কাজে সহযোগিতা করে থাকে। সে স্বজনরা কাজে সহযোগিতা না করলেও গোশত পেয়ে থাকে। সহযোগিতা করলে হয়তো একটু বেশী করে দিয়ে দেয়া হয়। বেশী না দিলেও তারা কিছু মনে করে না। এটাকে নিষিদ্ধ বলা যায় না। তবে যদি তারা বাইরের লোক হয়, গোশত কেটে দেয়ার কারণেই শুধু তাদের গোশত দেয়া হয় তাহলে এটা পারিশ্রমিক হিসেবে গণ্য হবে। এটা নিষিদ্ধ। আপনাদের ওখানে যদি এমন হয় যে, শুধুমাত্র গোশত কেটে দেয়ার কারণেই আপনারা গোশত দিয়ে থাকেন তাহলে এই কাজ থেকে বিরত থাকতে হবে।