আস-সালামু আলাইকুম। আমি শুনেছি কুরবানির পশুর মাংশ দিয়ে কোনো পারিশ্রমিক দেয়া নিষেধ। আমাদের এদিকে কুরবানি হলে কিছু লোক দা-বটি নিয়ে ওই কুরবানির গোস্ত কেটে দেয়। অনেক সময় বললেও আসে না বললেও নিজে থেকে এসে কেটে দেয়। মাংশ কাটা শেষ হলে কুরবানির মাংস থেকে তাদেরকে কিছু মাংশ দিয়ে দেয়া হয়। এরকম করাটা কি জায়েজ হলো?
জাজাকাল্লাহ খাইরান