আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6970

ঈদ কুরবানী

প্রকাশকাল: 2 জুন 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম।  আমার শাশুড়ির কুরবানী ছাগল টিউমার হওয়াতে ছাগলটি বিক্রি করে ফেলে। ছাগলটি বিক্রি করার ফলে যে টাকা হয়েছে তাতে অন্য একটি ছাগল ক্রয় করে কুরবানী করা  যাচ্ছে না।  মানে ঐই  টাকা দিয়ে ছাগল কিনলে ছাগলটি ছোট হয়ে যাচ্ছে । তাই আমার শাশুড়ি নিয়ত করেছে ঐই টাকা দিয়ে আরেকটি ছাগল ক্রয় করে আগামী এক বছর লালন পালন করে আগামী বছর কুরবানী দিবে। এতে কোনো সমস্যা হবে কিনা?  অথবা এভাবে করা যাবে কিনা? যদি উত্তর প্রদান করতেন তাহলে খুবই উপকৃত হতাম।

উত্তর

আপনার শাশুড়ির উপর যদি কুরবানী ওয়াজিব হয় তাহলে ঐ টাকার সাথে আরো কিছু টাকা মিলেয়ে কুরবানীর ছাগল কিনবেন। অথবা ঐ টাকা দিয়েই ১ বছর বয়সের একটি ছাগল কিনে কুরবানী করবে। বয়স ১ বছর হলে, দেখতে ছোট হলেও সমস্যা নেই। আর যদি ওয়াজিব না হয় তাহলে পরের বছর করতে পারে। তবে এবছর করাই উত্তম।