আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6969

ঈদ কুরবানী

প্রকাশকাল: 2 জুন 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম।
১। কোনো ব্যাক্তি যদি প্রবাসে থাকে এবং তার পরিবার ও আত্মীয় স্বজন দেশে থাকে তাহলে সে ব্যাক্তি যদি আত্মীয় কাউকে টাকা পাঠিয়ে বলে এই টাকা দিয়ে পশু কিনে ঈদের দিন কুরবানি করে দিতে। তাহলে কি সেই  কুরবানি আদায় হবে?
২। আমার একজন আত্মীয় প্রবাসে থাকেন। তিনি কুরবানির সময় পশু কিনার টাকা দিয়ে দেন বাড়িতে। বাড়ি থেকে তার আত্মীয়রা কুরবানি দিয়ে থাকে। কুরবানির সময় তারা তাদের জীবিত ও মৃত আত্মীয় মোট ৭ জনের পক্ষ থেকে ভাগে কুরবানি দেয়৷ যদিও কেউ মৃত থাকে তাকেও কুরবানিতে শরিক করা হয়।
এরকম করে কুরবানি করা কি জায়েজ আছে?
জাজাকাল্লাহ খাইরান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। জ্বী, কুরবানী আদায় হবে। ২। গরু বা বড় পশুতে সাতজনের পক্ষ থেকে কুরবানী জায়েজ। সুতরাং আপনার প্রশ্নোল্লেখিত কুরবানী জায়েজ হবে।