আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6954

অর্থনৈতিক

প্রকাশকাল: 25 মে 2024

প্রশ্ন

আমার স্বামী একবার আমাকে সন্তুষ্ট চিত্তে বলেছিলেন তার থেকে প্রতিদিন ১০০ টাকা করে নিয়ে জমা করে আমার মাকে দেওয়ার জন্য, সেটা আর হাতখরচ, কিন্তু এর পর তিনি আমাকে এই ব্যাপারে আর কিছু বলেন নি। এখন আমি ৬০০০ টাকাজমা করে আমার মাকে দিয়েছি এবং দেয়ার সময় আমার স্বামীকে আর জানাই নি, এখন আমি কি গুনাহগার হব?

উত্তর

যদি তিনি অনুমতি দেন তাহলে সমস্যা নেই। কিন্তু তার অনুমতি নিয়ে মনে হচ্ছে আপনি সন্ধিহান। যদি তার অনুমতি নিয়ে আপনার মনে কোন সন্দেহ থাকে তাহলে বিষয়টি পূনরায় তাকে বলবেন।