আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6951

হালাল হারাম

প্রকাশকাল: 20 মে 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম।
১। আমাদের বাসায় পত্রিকা নেয়া হয়। পত্রিকা যখন অনেক জমে যায় তখন আমরা স্থানীয় একটি দোকানে কেজিদরে বিক্রি করে দেয়। সেই পেপার মানুষ কিনে বিভিন্ন ফলের জন্য, বিয়ে বাড়িতে টেবিলে এসব কাজে ব্যাবহার করে থাকে কিন্তু পেপারে ত অনেকধরনের ছবি থাকে অনেকে সময় দেখা যায় বিনোদন পাতায় মেয়েদের অশ্লীল ছবিও থাকে। এসব পেপার বিক্রি করে টাকা নেয়া কি জায়েজ হবে?
২। আমি ক্লাস ফাইভে এবং ক্লাস এইটে বৃত্তি পেয়েছিলাম তবে তখন ইসলামের ব্যাপারে জ্ঞান কম থাকায় পরীক্ষায় প্রশ্নের উত্তর দেয়ার ক্ষেত্রে  বন্ধুদের  সাহায্য নিয়েছিলাম। সম্পূর্ণ নিজে উত্তর করেছি এমন নয়। এখন এই বৃত্তির টাকা পাওয়ার পর এই টাকা দিয়ে বিভিন্ন জিনিস কিনে ফেলি বিভিন্ন বই কিনেছি এবং একটি সাইকেল কিনেছি। এই সাইকেল চালানো কি আমার জন্য জায়েজ হবে ওইসব বই পড়া কি জায়েজ হবে? আমার করনীয় কি?
ধন্যবাদ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। জ্বী, পুরোনো পত্রিকা বিক্রি জায়েজ হবে। ২। সামনে থেকে এমন আর করেবন না। অতীতের ভুলের জন্য আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চাইবেন।