যদি কেউ বলে “তুমি কাল বাড়ী থেকে চলে যাবা, তোমাকে কাল তালাক দেবো তারপর বলে “তোমাকে তিন তালাক দিলাম” তাহলে কি তালাক পতিত হয়? যদি হয় তাহলে সেই মহিলার এখন করণীয় কী?
উত্তর
জ্বী, তালাক পতিত হয়েছে। ঐ মহিলা আর তার স্বামীর জন্য হালাল নয়। তিন তালাক হওয়ার কারণে নতুন করে বিবাহ করারও সুযোগ নেই। ইদ্দত পালনের পর ঐ মহিলা অন্যত্র বিবাহ করতে পাররে।