As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6938

অর্থনৈতিক

প্রকাশকাল: 18 মে 2024

প্রশ্ন

অনেকে বলেন কুরবানির মাংস সমান তিন ভাগ করা জরুরী নয়। আগে আমি সমান তিন ভাগ করে এক ভাগ নিজের জন্য, এক ভাগ প্রতিবেশী ও আত্মীয়স্বজন এবং এক ভাগ গরীব মিসকিন এর মধ্যে বন্টন করতাম। এখনও আত্মীয়স্বজন ও মিসকিনের মধ্যে বন্টন করি তবে সমান সমান তিন ভাগ করি না। আমি কি ভুল করছি?

উত্তর

জ্বী, তিন ভাগ করা জরুরী নয়। যদি কেউ আরো বেশী দান করে সেটা তার জন্য বেশী সওয়াবের কারণ হবে। পরিবারের লোক সংখ্যা বেশী হলে দান একটু কমও করতে পারে। সমান তিন ভাগ করলেও কোন সমস্যা নেই।