অনেকে বলেন কুরবানির মাংস সমান তিন ভাগ করা জরুরী নয়। আগে আমি সমান তিন ভাগ করে এক ভাগ নিজের জন্য, এক ভাগ প্রতিবেশী ও আত্মীয়স্বজন এবং এক ভাগ গরীব মিসকিন এর মধ্যে বন্টন করতাম। এখনও আত্মীয়স্বজন ও মিসকিনের মধ্যে বন্টন করি তবে সমান সমান তিন ভাগ করি না। আমি কি ভুল করছি?